বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে আ. লীগের দুপক্ষের কর্মসূচিতে ১৪৪ ধারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালনকে কেন্দ্র করে একই স্থানে স্থানীয় আ. লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিকে ঘিরে উপজেলার কায়েতপাড়ার পুরো ইউনিয়নে ৩০ ঘণ্টার জন্য সেখানে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নুসরাত জাহান।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে  আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন কায়েতপাড়া ইউনিয়ন আ. লীগ। ইউনিয়ন আ. লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামকে।

অপরদিকে একই দিনে একই স্থানে একই উপলক্ষে রূপগঞ্জের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রীর পক্ষের লোকজন আরেকটি অনুষ্ঠানে জন্য আবেদন করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় মন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক) কে।

এই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার এবং সংঘাতের আশঙ্কা করে পুরো ইউনিয়ন জুড়ে ৩০ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেন ইউএনও শাহ নূসরাত জাহান।

তিনি জানান, ইউএনওর অর্পিত ক্ষমতা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মতে এই আদেশ জারি করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, একই সময়ে একই স্থানে দুটি পক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন আয়োজনের অনুমতি চাওয়ায় আইন শৃঙ্খলা অবনতির কথা চিন্তা করে কায়েতপাড়া ইউনিয়নে ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৩০ ঘণ্টার জন্য সে এলাকায় পাঁচজনের অধিক চলাচল, জটলা পাকানো, মাইক, হর্ন বাজানো এবং কোনো ধরনের সভা সমাবেশ অনুষ্ঠান সম্পূর্নভাবে নিষিদ্ধ। আদেশ বাস্তবায়নে বর্তমানে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com