অনলাইন নিউজ : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছে দেশের আরও তিনজন।
এ নিয়ে দেশে ১০ জন ওমিক্রন শনাক্ত হলেন।বুধবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে বলা হয়, নতুন আক্রান্ত তিনজনই ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে এক জন পুরুষ ও দুজন নারী।
পুরুষের বয়স ৬৫ এবং ২ নারীর বয়স ৪৯ ও ৬৫ বছর।গত সোমবার ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস তাদের কাছ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।