সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যে জেলা পুলিশের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, অতীতের মতো আগামীতেও জনতাকে সাথে নিয়েই কাজ করে যাবে পুলিশ।
পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন সদর থানার ওসি সাজ্জাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবুল কালাম সাহিদ।
আব্দুল ওদুদ এমপি বলেন  আমরা জানি পুলিশ জনগণের বন্ধু আর এই বিশ্বাসেই আমরা সবসময় কাজ করি। পুলিশ কিন্তু রাষ্ট্রের এবং রাষ্ট্রের স্বার্থে যে কোনো কাজ করে আর এটি তাদের নৈতিক দায়িত্ব এবং তারা কাজ করেও যাচ্ছে। যারা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য, দেশবাসীকে ভালো রাখার জন্য, নিজেদের প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান দেয়া উচিৎ। এছাড়াও যারা এমন মহান কাজের সাথে পেশাদারিত্বের সাথে নিয়োজিত আছেন বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা সবসময় পুলিশের সহযোগিতা চাই। সামনে নির্বাচন এই সময়েও আমরা পুলিশের সাথে একহয়ে কাজ করে যেতে চাই।
দেবেন্দ্র নাথ উরাঁও বলেন যারা জনপ্রতিনিধি আছেন, আপনারা সবাই মিলে এই কমিউনিটি পুলিশিং কমিটিকে আরো শক্ত গড়ে তুলবেন এবং কাজ করবেন। এই দেশ আমাদের, তাই এই দেশের যে মানবিক সম্পদ রয়েছে তা রক্ষার করার জন্য নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জকে আগামীতে কি করে সুন্দর দেখায় সেটি নিয়ে কাজ করব বলে প্রত্যাশা করি।
পুলিশ সুপার ছাইদুল হাসান বলেন, পুলিশ ও কমিউিটি পুলিশিং এক নয়। এ দুটোর কাজ এক নয়। তিনি বলেন পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়। পুলিশ দেশের প্রতিটি দুর্যোগে প্রতিটি ক্রান্তিলগ্নে জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করেছে এবং এখনো করছে। তারই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর ঢাকায় দায়িত্ব পালন করার সময় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন আমরা জনগণের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকব। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিতে চাই।
পুলিশ সুপার বলেন পুলিশকে টার্গেট করে যদি কেউ রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করে তাহলে জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই নিব। তাই আমি আশা করি, জনগণ এবং পুলিশ একহয়ে একসাথে কাজ করব, যাতে কোনোরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই লক্ষে এগিয়ে যাব।
আলোচনা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শিবগঞ্জ থানা পুলিশের এসআই সিহাব উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং সদস্য ডা. দুররুল হোদাকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com