বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদের মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আফাজ উদ্দিন।
সভায় আরো উপস্থিত ছিলেনÑ উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা ও উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, রহনপুর পৌর মেয়র মো. মতিউর রহমান খানসহ জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুল জলিল মাসুদ (সদর), আব্দুস সালাম (শিবগঞ্জ), হোসনে আরা পাখি (ভোলাহাট), তরিকুজ্জামান সুমন (নাচোল), কবির খান (গোমস্তাপুর) এবং সংরক্ষিত আসনের সদস্য তাসলিমা বেগম (সদর)সহ পরিষদের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ।