বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বুধবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের ফুড অফিস সংলগ্ন পাঠানপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থা এই কর্মসূচির আয়োজন করে।
সংস্থার কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শফিকুল আলমসহ অন্যরা।
অনুষ্ঠানে ৫টি বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন ট্রেডের ২০ জনকে পুরস্কৃত করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা।