বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৩০ জন দুস্থ অসহায় মানুষকে ১ হাজার করে টাকা বিশেষ অনুদান প্রদান করা হচ্ছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১৫ জনের মধ্যে নগদ অর্থ তুলে দিয়ে বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা প্রান্তিক মানুষের পাশে সবসময় রয়েছি। তার নির্দেশনায় জেলা প্রশাসনের সামান্য এই উদ্যোগ। এটা আমরা আমাদের বিবেকের জায়গা থেকে করার চেষ্টা করেছি। কিছুটা হলেও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎসব উদ্যাপনে আপনাদের কাজে লাগবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।