শিবগঞ্জ প্রতিনিধি :প্রেসনোটঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এ লকডাউনে জরুরি সেবা ছাড়া সবাইকে বৃহত্তর স্বার্থে ঘরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হক।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় সরকার কঠোর লকডাউন ঘোষণা করে। আজ পহেলা জুলাই থেকে শুরু হওয়া এ লকডাউনে এ সময় জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে অবস্থান করতে হবে আমাদের বৃহত্তর স্বার্থে।
এই সংকটকালে দেশের মানুষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে নাজমুল বলেন, স্বাস্থ্যবিধির প্রতি সামান্য অবহেলা আমাদের চিরচেনা জীবন থেকে ছিটকে দিতে পারে। হয়ে যেতে পারে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের এই মায়াময় পৃথিবী অচেনা।