রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। আজ মঙ্গলবার কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও বেলা ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পুত্র সজীব ওয়াজেদ জয় এর ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার ও নগর স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত সকল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।