বিডি ঢাকা ডট কম নিউজঃ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে সোমবার ভোরে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, প্রবীণ হিতৈষী সংঘ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক, সংস্কৃতি ও পেশাজীবি সংগঠন নেতৃবৃন্দ মুজিব মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসবি বাবু, সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার, পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজসহ অন্যরা। পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আদিনা ফজলুল হক সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সম্মান শ্রেণী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।