রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

ওমিক্রনের কারণে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে ভ্রমণ এড়িয়ে চলবেন: মোমেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৮৩ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ওমিক্রনের কারণে স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে ভ্রমণ নিরুৎসাহিত করা হবে।

বুধবার ঢাকায় কূটনীতিকদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্য ইস্যুর দিকটি বিবেচনা করে, আমাদের জনগণের সুরক্ষায় সীমান্তে অধিকতর নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়া হবে।’

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে কূটনৈতিকরা কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিচ্ছেন।

ওমিক্রন ও স্বাস্থ্য সুুরক্ষার ব্যাপারে আব্দুল মোমেন বলেন, সরকার এ মুহূর্তেই লকডাউনের কথা ভাবছে না। কারণ ওমিক্রনের মৃত্যুহার অনেক কম। তবে কোভিড-১৯ এর এ নতুন ধরনের বিস্তার ঠেকাতে সরকার সব যানবাহনে যাত্রীর সংখ্যা সীমিত করার বিষয়টি বিবেচনা করছে। তিনি বলেন, ‘সরকার সব জায়গায় যাত্রী সংখ্যা কমাতে পদক্ষেপ নেবে, আর আগেও এমনটি করা হয়েছে। আমরা সে পদ্ধতি অনুসরণ করব।’

তিনি বলেন, তিনি খুশি যে, তারা ঢাকায় কূটনীতিক ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য এই বিশেষ ভ্যাকসিন কর্মসূচির ব্যবস্থা করতে পেরেছেন।

আব্দুল মোমেন বলেন, ‘সরকার অত্যন্ত কৃতজ্ঞ যে, অনেক দেশ আমাদের সহায়তায় এগিয়ে এসেছে এবং কোভ্যাক্স এর আওতায় ভ্যাকসিনের ডোজ অনুদান দিয়েছে। সরকার তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দেখা দেয়ায় এখনো অনেক পথ বাকি রয়েছে। এখন পর্যন্ত, আমরা সঠিক পথে আছি, কিন্তু আমাদের নিজেদের রক্ষা করতে হবে। আমি সকলের প্রতি আহ্বান জানাই আপনারা যতটা সম্ভব স্বাস্থ্য সুরক্ষা-বিধি মেনে চলুন।’

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি কূটনীতিকদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজের ব্যবস্থা করায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com