বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

কৃষি অফিসে ভয়াবহ আগুন, নথিপত্র পুড়ে ছাই !

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিসে আজ সকালে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে মূল ভবনের ২য় তলার দুটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ সরকারি নথি, ল্যাপটপ, আসবাবপত্র সহ স্টোরেজের কিছু কাগজ পুড়েছে। সকাল ৮ টা ১৫ মিনিটে লাগা আগুন ১ ঘন্টার মধ্যে, ৯টার মধ্যে  খুব দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মুজিবুর রহমান খন্দকার।

ঘটনা জানতে চাইলে কর্তব্যরত কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন জানান, সোমবার সকাল সোয়া ৮ টায় অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। অগ্নিকান্ডের স্থান মুল ভবনের ২য় তলার দুটি কক্ষে বেশ কিছু  জায়গায় কিছু পুরনো কাগজপত্র ও কার্টুন ছিল। ফলে খুব দ্রুতই ফায়ার সার্ভিসের টিম এসে পানি ছিটিয়ে তা’ নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে,বেশ কিছু রেকর্ড পত্র সহ অফিসিয়াল সামগ্রী ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা সিসিটিভি পর্যবেক্ষণ করছি, থানায় জিডি করা হয়েছে এবং তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি অগ্নিকান্ডের রহস্য বের করবে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ কার্যদিবসে তারা কারণ উদঘাটন করতে পারবে বলে আশাকরি। তখন, বুঝা যাবে এটি কি দূর্ঘটনা না-কি নাশকতা”।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com