বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।
বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের রহনপুর ব্রাঞ্চ ইনচার্জ মজিবুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড সুপার ভাইজার আনোয়ারুল হক মাসুম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর কর্মকর্তা আতাউর রহমান, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর দুরুল হুদা, প্রইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমাম, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর আনিসুর রহমান, ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ পক্ষে সালাউদ্দিন, বীমা গ্রাহক সাদিকুল ইসলাম প্রমুখ।