গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গতকাল ০৩ জুলাই বিভিন্ন গণমাধ্যমে এ্যাম্বুলেন্স সেবা নিয়ে সংবাদ প্রকাশ হয়।চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত চালক আব্দুল হামিদ।আর তাকেই দিয়ে গ্যারেজ বন্দী এ্যাম্বুলেন্সটি রোববার (০৪ জুলাই) মেরামতের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদরের বিশ্বরোড মোড় এলাকার একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ প্রকাশ হওয়ার পরে ওই স্বাস্থ্য কর্মকর্তা তড়িঘড়ি করে হোম কোয়ারেনটিনে থাকা চালককে ডাকে। তাকে দিয়েই এ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য জেলা সদরে নিয়ে যেতে নির্দেশ দেই। এদিকে, স্বাস্থ্য কর্মকর্তার এমন কর্মকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, বিকল্প একজন চালক থাকার স্বত্ত্বেও এ্যাম্বুলেন্স গ্যারেজবন্দী করে রেখে এলাকাবাসীকে সেবা থেকে বঞ্চিত করছেন তিনি। করোনা আক্রান্ত এ্যাম্বুলেন্স চালক দিয়ে এ্যাম্বুলেন্স সরানোর বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ জানান, চালকের কোভিড-১৯ পজিটিভ হওয়া এক সপ্তাহ পার হয়ে গেছে।আর এ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামতের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।