বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে গ্রাম আদালত কার্যক্রমের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা পরিষদের প্রশাসক মোছা. তাছমিনা খাতুন। তিনি এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করার লক্ষে গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করার পাশাপাশি তাদরেকে দিকনির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমন্বয়কারী মো. হুমায়ুন কবির সভা সঞ্চালনা করেন।