চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: বিনম্ন শ্রদ্ধা, যথাযথ মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তাঁতীলীগ। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে পৌর ও উপজেলা তাঁতীলীগ। পুষ্পমাল্য অর্পণের পর সংগঠনের নেতৃবৃন্দ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব গোলাম রাব্বানী বলেন, দীর্ঘদিন পর ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তাঁতীলীগ। সংগঠনকে গতিশীলতার লক্ষে প্রায় আট শতাধিক নেতাকর্মী সঙ্গে নিয়ে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। একই সঙ্গে সাবেক সচিব জিল্লার রহমানের উদ্বুদ্ধতায় দীর্ঘদিন পর বাংলাদেশ তাঁতীলীগ শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা সুসংগঠিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের আহবায়ক নুরুল ইসলাম, পৌর তাঁতীলীগের আহবায়ক আপেল আলী ও পৌর তাঁতীলীগের সদস্য সচিব ইয়ামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষে শহীদদের আত্মার মাগফিরাত করা হয়।