বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্খীদের বৃত্তি প্রদান করল শিবগঞ্জ শিক্ষা কল্যান তহবিল এবং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ফাউন্ডেশন ।
উপজেলা মিলনায়তনে শিক্ষা কল্যান তহবিল এবং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ফাউন্ডেশনের
আয়োজনে মঙ্গলবার (১০ মে) দুপুরে মেডিকেল কলেজ , প্রকৌশল বিশ^বিদ্যালয় ও দেশের বিভিন্ন খ্যাতিমান বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একে এম গালিভ খান । এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি,উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা , ইউ পি চেয়ারম্যানগণ,শিক্ষক ও শিক্ষার্থীগণ।
প্রসঙ্গত : জেলার শিবগঞ্জ উপজেলার মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ১৬ জন মেধাবী ছাত্র ছাত্রীকে এ বৃত্তি প্রদান করা হয়।