বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ানের পুকুরিয়া গ্রামে গড়ে উঠা শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমীর নারী ফুটবলারদের হাতে জার্সি তুলে দিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত। রবিবার ১১ই সেপ্টেম্বর বিকালে কানসাট সোলেমান ডিগ্রী কলেজ ফুটবল মাঠে নৈপুণ্য ও কৃতিত্বের জন্য শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সৌজন্যে জার্সি উপহার দেওয়া হয়।
শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমীর সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বেনাউল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই সময় কানসাট সোলেমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা-পৃষ্ঠপোষক ডাঃ তড়িৎ কুমার সাহা , সহ-সভাপতি মিজানুর রশিদ, সহ সাধারণ সম্পাদক ও হেড কোচ মোঃ সেতাউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
ড. মো: আবু বক্কর ছিদ্দিক সহ অত্র একাডেমী পরিচালনা কমিটির সদস্য, প্রশিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবুল হায়াত বলেন, খেলাধুলা মাদক থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখবে, বিশেষ করে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমীর নারী ফুটবল দল শিবগঞ্জ উপজেলার মুখ উজ্জ্বল করেছে। তাদের অনুশীলন, খেলার মান দেখে আমি মুগ্ধ হয়েছি, আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার কোন কমতি থাকবে না। তিনি আরো বলেন, মেয়েরা অনেক ভালো খেলছে এরা একদিন জাতীয় টিমে খেলে এলাকার মুখ উজ্জল করবে।