বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মহদিপুর পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে বুদ্ধু নামের এক ২০ বছরের যুবকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার মহদিপুর ঘাটে পাগলা নদীতে দুপুর গোসল করতে গিয়ে ডুবে যায়। খুঁজাখুঁজি পর এক ঘন্টা চেষ্টায় স্থানীয়রা মরা দেহ টি উদ্ধার করে।
বুদ্ধু উপজেলার ছত্রজিতপুর ইউনিয়নের ৭ভাইয়া পারা মহদিপুর গ্রামের পাচু মন্ডলের ছেলে
সাবেক ছত্রলীগ নেতা জাকির হোসেন জানান, আজ দুপুরে কয়েক জনের সঙ্গে পাগলা নদীতে গোসল করতে যায় বুদ্ধু । এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। এক ঘন্টা খোঁজাখুজির পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।