বিডি ঢাকা অনলাইন ডেস্ক
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে লেডিস ক্লাবের আয়োজনে দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লেডিস ক্লাব চত্বরে শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সহধর্মিণী মাহফুজা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সহধর্মিণী সোহেলা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী মোসা. আজমেরী সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান, এনডিসি মো. তৌফিক আজিজের সহধর্মিণী ডা. তানজিনা আফরিন মৌ, সহকারী কমিশনার আমিনুল ইসলামের সহধর্মিণী জাকিয়া খাতুন, সমাজসেবক ও লেডিস ক্লাবের সদস্য গৌরী চন্দ সিতু, ফারুকা বেগমসহ আরো অনেকে।