বিডি ঢাকা ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায়-দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর নিবার্হী কর্মকর্তা মো. মামুন অর রশিদ, অ্যাকাউন্টস অফিসার আহসান হাবিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম, উপজেলা ট্যাগ অফিসার আব্দুল মতিনসহ অন্যরা।
পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।