বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসনের অংশ হিসেবে মো. আসমাউল হুসনা (২৫) নামের আহত এক ছাত্রকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে ৫৯ বিজিবি। মো. আসমাউল হুসনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের মো. ইনজামাম হকের ছেলে।
সোমবার দুপুর ১২টায় মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই টাকা তুলে দেন।
লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত ২১ জুলাই আহত হন মো. আসমাউল হুসনা। তার চিকিৎসা বাবদ অনুদান হিসেবে এই অর্থ প্রদান করা হলো। এই ধরনের সামাজিক কর্মকা- ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।