উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগামী ১২ ডিসেম্বর মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট করা হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগের ঘোষণা অনুযায়ী নভেম্বরের মধ্যে উত্তরা থেকে মিরপুর ১০ পর্যন্ত পারফরম্যান্স টেস্ট করা হয়েছে।’
তিনি জানান, এখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট করার পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ১২ ডিসেম্বর এই টেস্ট করা হবে।
এম এ এন সিদ্দিক বলেন, এই টেস্টের প্রস্তুতি প্রায় শেষ এবং রুটটি ১০ ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
এর আগে গত ২৯ আগস্ট প্রথমবারের মতো উত্তরা থেকে মিরপুর ১০ পর্যন্ত মেট্রোরেলের প্রথম টেস্ট রান করার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করেছিলেন যে ২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেলের প্রথম ধাপ জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ নির্মাণ করা হচ্ছে।