বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

তানোরে মুসলিম-হিন্দু মিলন মেলা উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর তানোর ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ। তানোরে মুসলিম-হিন্দু ধর্মাবলম্বীদের যৌথ আয়োজনে মুসলিম-হিন্দু মিলন মেলা আয়োজন করা হয়েছে।

জানা গেছে,৭ জানুয়ারি বুধবার তানোর পৌরসভার হাবিব নগর মহল্লায় মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত মুসলিম-হিন্দু মিলন ও আনন্দ মেলা উদ্বোধন করেন  তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান।

হাবিব নগর মহল্লাবাসী জানান, হাবিব নগর মহল্লায় মুসলিম-হিন্দু ধর্মাবলম্বীরা যৌথভাবে যুগ যুগ ধরে বংশপরম্পরায় বসবাস করে আসছেন।এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যুগের পর যুগ বজায় রয়েছে। মহল্লায় বসবাসরত মুসলিম-হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ দিনের বিরাজমান সেতুবন্ধন ঠিক রাখার জন্য প্রতিবছর মহল্লাবাসী মুসলিম-হিন্দু সম্প্রদায়ের যৌথ উদ্যোগে মিলন ও আনন্দ মেলা আয়োজন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি-২০২৫ মিলন ও আনন্দ মেলা আয়োজন করা হয়। এই মিলন ও আনন্দ মেলা মুসলিম-হিন্দুদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী করে।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলন ও আনন্দ মেলা উদ্বোধন করেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান। এসময় তিনি বলেন, বিগত দিনে আমরা আপনাদের পাশে ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com