শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

নতুন বছরে নতুন ভাবনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

দেখতে দেখতে বিদায় নিলো আরো একটি বছর। আজ নতুন বছর পদার্পন করল। দুয়ারে এসে হাজির ২০২৫ এর বার্তা। একদিকে একটি বছরের হাসি-কান্না, আনন্দ-বেদনা নানা স্মৃতিবিজড়িত গল্পকাহিনী যেমন জড়িয়ে আছে, অন্যদিকে সেসব স্মৃতিকে বিদায় জানিয়ে নতুন স্বপ্ন ও প্রত্যাশাকে স্বাগত জানাতে সবাই প্রস্তুত। নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বব্যাপী হয় নানা আয়োজন। থার্টি ফাস্ট নাইট উদযাপন হয় আতশবাজী, রঙিন আলোকসজ্জা, ফানুস উড়ানো, গান বাজনা, পিকনিক ইত্যাদি। কিন্তু সেই রাতে সমাজ তথা সমাজের মানুষদের জন্য আতঙ্কেরও হয়। অতিরিক্ত শব্দে অনেকেই অস্স্থু হয়ে পড়েন। অপকর্মে লিপ্ত হোন অনেকেই। আনন্দের নামে এসব অপ-আনন্দ এ বছর দূর হোক। অতিরিক্ত শব্দ দূষণ বন্ধ হোক। নতুন বছরকে বরণ করে নেওয়া হোক নতুন ভাবনায়। মন্দ কাজকে ত্যাগ করে ভালো কাজের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা ও প্রার্থনা জানানোর মাধ্যমে।
নিমর্ম হলেও সত্য যে, আসলে কোনো শুভেচ্ছা বাস্তবজীবনে কোনো পরিবর্তন আনতে পারে না। গণমানুষের প্রত্যাশার জায়গা থেকে যেদিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হয়ে সাধারণ মানুষের থালায় পুষ্টিকর খাবার জুটবে, উন্নতির অন্তরায় দুর্নীতি রোধ করে মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, নানা ভার্চুয়াল গুজব, রাজনীতির নামে অপরাজনীতি, জ্বালাও-পোড়াও, অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনা, খুন সহ অপকর্ম যেদিন বন্ধ হবে অতিপরিচিত অভিবাদন ‘হ্যাপি নিউ ইয়ার’ সেদিনই অর্থবহ হয়ে উঠবে। তাও একঝাঁক স্বপ্নের সম্ভাবনায় মানুষ বাঁচে। আত্মসমলোচনায় অতীতের ভুল শুধরে সব শুভদের প্রত্যাশায় নতুন বছরে নিজ লক্ষ্যের প্রতি অধিক গতিশীল হতে চাই।
মানুষ দিন দিন স্বনির্ভর হয়ে যাচ্ছে। নতুন বছরের শপথ হোক সমাজ তথা দেশের কল্যাণে ভালো কিছু করার। নতুন বছর আরো বার্তা দেয়, সকলের মনের দূষণ দূর করে সবার মাঝে সম্প্রীতি ও আন্তরিকতার বন্ধন সৃষ্টি করার।
নতুন বছরের প্রত্যাশা হোক নতুন করে। পুরোনোকে ছিন্ন করে নতুনের আবির্ভাব বিস্তার করুক। আগামী দিনগুলো হয়ে উঠুক সবার জন্য সুখময়, শান্তিময়, সৌন্দর্যপূর্ণ ও অনাবীল আনন্দের। পরিবার, পরিজন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, সবার জন্য কল্যাণকর হয়ে উঠুক এমনই প্রত্যাশা নতুন বছরের। সবাইকে নতুন বছরের প্রাণবন্ত অনাবিল শুভেচ্ছা।
কলামিস্ট ও সংস্কৃতিকর্মী

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com