
বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর কাচারি মাঠের সামনে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ১ দশমিক ৫ একর জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য প্রায় শতকোটি টাকা।
অবৈধ দখল থেকে উদ্ধারকৃত এসব জমিতে বানেশ্বর হাটের দিন যদি গুড় ও আম ব্যবসায়ীরা বসে, তবে বানেশ্বরের ট্রাফিক জ্যাম অনেকাংশেই কমে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরকারি সম্পত্তি উদ্ধার অভিযান সর্ব মহলে প্রশংসিত হচ্ছে।
এবিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এমন অভিযান আগামীতেও চলমান থাকবে।