বিডি ঢাকা ডেস্ক
মহান বিজয় দিবসের দিন স্কুল বন্ধ থাকার সুবাদে শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়েছেন ওই এলাকার প্রভাশালীরা। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আলহাজ মো. কবির মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
মঙ্গলবার দুপুরে স্থানীয়রা অভিযোগ করেন, পশ্চিম সমরসিংহ গ্রামের মৃত আফতাজ উদ্দিন হাওলাদারের ছেলে নুর ইসলাম হাওলাদার শ্রমিক দিয়ে গাছগুলো কেটে লুট করে নিয়েছেন। স্কুুলের জমিদাতা কবির মিঞার ছেলে বেলাল মিঞা অভিযোগ করে বলেন, স্কুলের সীমানা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ছয়টি চাম্বল গাছ কেটে নিয়েছে ওই এলাকার বাসিন্দা প্রভাবশালী নুর ইসলাম হাওলাদার।
অভিযোগ করে তিনি বলেন, গাছ কাটার সময় আমরা বাঁধা প্রদান করলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে ১৫/২০ জন শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে গাছগুলো কেটে লুট করে নেওয়া হয়। তাৎক্ষনিক আমি (বেলাল) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানালে সহকারি শিক্ষা অফিসার সাইদুর রহামন এসে গাছ কাটতে নিষেধ করেন। তিনি চলে যাওয়ার পর পূর্ণরায় গাছগুলো কেটে নেওয়া হয়।
এ ব্যাপারে অভিযুক্ত নুর ইসলাম হাওলাদার বলেন, গাছগুলো আমাদের জমির। তাই আমাদের জমির গাছ আমি কেটেছি। গৌরনদী উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সাইদুর রহমান বলেন, বাঁধা উপেক্ষা করে স্কুলের সম্পত্তির গাছ কেটে নেওয়ার বিষয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেন, পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।