বিডি ঢাকা ডেস্ক
লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। এ সময় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভাটার কর্মচারীদের মাধ্যমে হেনস্থার চেষ্টা করা হয়েছে। ওই ইটভাটার মালিক উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলে জানা গেছে। দলীয় প্রভাব বিস্তারের ফলে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বুকশুলা এলাকার এমজেএ ব্রিকস-২ ও শ্রীধর এলাকার বিবিএমসি ব্রিকসে অভিযানে যান জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর ও রাকিবুল ইসলাম।
এ সময় বিবিএমসি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সেখান থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ ব্রিকস-২ এ অভিযান পরিচালনা করতে যান। প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবুসহ তার লোকজন অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে ইটভাটায় ট্রাক্টর ও ট্রাক দিয়ে পরিবেশ কর্মকর্তা ও দুই ম্যাজিস্ট্রেটকে আটকে রাখেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা। এমজেএ ব্রিকসের বৈধ কাগজপত্র থাকলেও এমজেএ ব্রিকস-২ এর শুরু থেকে কোনো কাগজপত্রের বৈধতা ছিল না। অভিযানে গেলে প্রথমে বাধা দেওয়া হয়। পরে ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি।