প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে শিবচর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মোঃ সেলিম, শিবচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন তোতা খান, শিবচর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান খানসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র ছাত্রী সংসদ ও কলেজ শাখা ছাত্রলীগ এর আয়োজনে মঙ্গলবার সকালে কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শেখ হাসিনা সড়কে ৭৫ টি বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন ছাত্র নেতারা। এসময় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসিফ মাদবর, বরহামগঞ্জ কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি কাজী শাওন ইসলাম, পৌরসভা ছাত্রলীগ সভাপতি মো: হাবিব বেপারী, সাধারণ সম্পাদক সৌরভ রায়, কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রাবণ সোহাগ, সাধারণ সম্পাদক রুবেল তালুকদার, কলেজ ছাত্রছাত্রী সংসদের জিএস তাইবা ইসলাম, এজিএস রফিক বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।