বিডি ঢাকা ডট কম নিউজঃ
ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টার দিকে খালেআলমপুর মাদ্রাসা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত মুসলিম হিন্দু ধর্মের সহস্রাধিক নারী পুরুষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ আওয়ামীলীগের সহ-সভাপতি
মোঃ আব্দুল খালেক, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, পুলিশ পরিদর্শক মোঃ রেজওয়ান, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, সাবেক উপজেলা পরিষদ সদস্য মোসাঃ হুসনে আরা পাখি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আহমেদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ
আহসান হাবীব, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শামাউন রেজা টানু, মোঃ আব্দুর রাকিবসহ অন্যরা। এ সময় একজন হিন্দু নারী বক্তব্য বলেন আমরা ভোলাহাটে মুসলিম ভাইদের আন্তরিক সহযোগিতা নিয়ে চলাচল করছি বলে জানান। এ সময় বক্তারা বলেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মহান রাব্বুল আলামীনের সৃষ্টির সেরা জীব মানুষ। তাই ধর্ম বর্ণ যেটাই হোক না কেন সম্প্রীতির বন্ধনে সমাজে সবাই এক সাথে থাকতে চাই। কোন হিংসা বিদ্বেষ দ্বন্দ না করে শান্তি পূর্ণ পরিবেশে সামাজিক বন্ধুত্ব অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।