বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখার অপরাধে দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জেলাশহরের নতুন বাসস্ট্যান্ড মোড়ের একটি ও বড় ইন্দারা মোড়ে একটি ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।
জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের সহকারী লাইসেন্সিং কর্মকর্তা জেএম নাহিদ নাহিয়ান জানান, জেলাশহরের বড় ইন্দারা মোড়, স্বরূপনগর হরিপুর বোর্ডঘর এলাকায় বেশ কিছু ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স আছে কিনা, অনুমোদনহীন ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি হচ্ছে কিনা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। এসময় এসব না থাকায় প্রতিষ্ঠানকে সতর্কতামূলক এই অর্থদণ্ড করা হয়েছে। ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় শাকিল ফার্মসিকে ২ হাজার টাকা ও বড় ইন্দারা মোড়ের জাহান ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অভিযানে ফার্মেসিগুলোতে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেএম নাহিদ নাহিয়ান।