নিজস্ব সংবাদদাতা : চলমান লকডাউনে দেশবাসীর জন্য বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল এবং হোল্ডিং ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু।
আজ শুক্রবার (০৯ জুলাই) তিনি ই-মেইলে এ আবেদন পাঠান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। একই সঙ্গে তিনি বকেয়া বিলের কারণে লকডাউন চলাকালে বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিও জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জুলফিকার আলী জুনু বলেন, বাংলাদশের মানুষের প্রধান অভিভাবক আপনি। দেশে কোভিড-১৯ এর কারণে জনগণকে মৃত্যুর হাত থেকে রক্ষায় সরকার সারাদেশে সর্বাত্নক লকডাউন ঘোষণা করা হয়েছে। আমরাও লকডাউন প্রতিপালন করছি, বর্তমানে গৃহবন্দি হয়ে আছি।
এ অবস্থায় দেশের অধিকাংশ কর্মজীবী ও ব্যবসায়ীদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। দেশের অনেক মানুষ মারাত্মক অর্থ কষ্টে আছে, মানবিক জীবন যাপন করছে। বাসা ভাড়া দিতে দেশের অধিকাংশ মানুষের হিমশিম খেতে হচ্ছে। আরও কতদিন যে আমাদের গৃহবন্দি হয়ে থাকতে হবে কারো জানা নেই।
এমতাবস্থায়, দেশের নাগরিক হিসেবে দেশের সরকার প্রধানের কাছে আমাদের দাবি, লকডাউন চলাকালে দেশের সব বাসা-বাড়ির বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল, হোল্ডিং ট্যাক্স মওকুফ করে দিন। এছাড়া লকডাউন চলাকালে বকেয়া বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিলের জন্য যেন সংযোগ বিচ্ছিন্ন না হয়।