বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া ও জামতলা ব্রিজ সংলগ্ন স্থানে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তাৎক্ষণিক অর্থ সহায়তাসহ ঈদ উপহার বিতরণ করেন। এসময় ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তীতে সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
এসময় শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তির আমের আড়ত অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে তার আড়তে থাকা আমের ক্যারেটগুলো পুড়ে ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও ব্রিজ সংলগ্ন স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটে।