বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটার হালনাগাদ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এতে আলোচনা করেন- উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক ও বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমসহ অন্যরা।
সভায় ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
শিবগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে। ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটারদের বায়োমেট্রিক তথ্য গ্রহণসহ নিবন্ধন, ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদনের পাশাপাশি মৃতদের নাম বাদ দেওয়া হবে। সব তথ্য ৫ মে তারিখের মধ্যে সার্ভারে আপলোড করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মো. আবুল কালাম আজাদ জানান, তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২২০ জন তত্ত্বাবধায়কের অধীনে তথ্য সংগ্রহকারীরা কাজ করছেন। এছাড়া সুপারভাইজার আছেন ৪৭ জন।