বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রয়াত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মান্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর আলী, জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সদস্য রনি আলী, কামরুল হাসান বিজয়, হাবিবুর রহমান জাকির, উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ ও পৌর প্রজন্ম লীগের সভাপতি ফারুক হোসেন মানিকসহ অন্যরা। শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।