সারা দেশের ন্যায় শিবগঞ্জে বিএনপির অবস্থান কমসূচি পালিত হয়েছে।পৌর এলাকার পদ্মা হল চত্তরে এ কমসূচি পালিত হয়।এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মোঃ শাজাহান আলী মিয়া।
অন্যদিকে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ,গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূনীর্তির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে ভোলাহাটে পৃথক পৃথক স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে ৮ এপ্রিল শনিবার বিকেলে নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
সাবেক এমপি’র ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আল হেলাল, নাচোল পৌর বিএনপি সাবেক সভাপতি মোঃ মোসাদেকুর রহমান, গোমস্তাপুর উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও রহনপুর পৌর সাবেক মেয়র মোঃ তারেক রহমান, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম মাসুদ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বেলাল উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোঃ মুন্সুর আলীসহ অন্যরা।
অপর দিকে আম ফাউন্ডেশন কুদ্দুস মার্কেটে উপজেলা বিএনপির ব্যানারে আহŸায়ক মোঃ বাবর আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ খিজির হায়াত, মোঃ মোস্তাকিমসহ অন্যরা। অপরদিকে পুরাতন বাসস্ট্যান্ডের অস্থায়ী কার্যালয়ে বিএনপি উপজেলা আহবায়ক কমিটির আহŸায়ক মোঃ ইয়াজদানী জর্জের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সদস্য সচিব মোঃ আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য মোঃ আতাউর রহমানসহ অন্যরা।