নিজস্ব সংবাদদাতা : দীর্ঘসময় আটকে রেখে হেনস্তার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছে আদালত।
রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিন মঞ্জুরের আদেশ দেন।
রোজিনা ইসলামের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি সাংবাদিকদের বলেন, পাসপোর্ট জমাদানের শর্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করে আদালত।
গত বৃহস্পতিবার রোজিনার জামিন আবেদনের শুনানি শেষে রবিবার আদেশের দিন নির্ধারণ করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্তার পর গত সোমবার রাতে শাহবাগ থানায় হস্তান্তর করে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। রোজিনা এখন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রয়েছেন।