বিডি ঢাকা ডেস্ক
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্মঘট আহ্বানের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারে পাশের মাঠে ফুটবল খেলছিল একদল শিশু-কিশোর। খেলা চলাকালীন ফুটবল সড়কে চলে গেলে সেটি আনতে যায় আবির আহমদ (১৪) নামের এক কিশোর। এ সময় রাস্তায় যাত্রীবাহী চলন্ত বাসের নিচে পড়ে চাপা গুরুতর আহত হয় আবির। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর বিক্ষুব্ধ স্থানীয়রা উক্ত বাসটিসহ আরও অন্তত ৬-৭টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ ঢাকা পোস্টকে বলেন, আজ সিলেট-জকিগঞ্জ সড়কে কোনো বাস চলাচল করেনি। আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলেছি আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে যারা বাস ভাঙচুর করেছেন আমরা তাদের বিচার চাই। আমরা গতকাল রাতে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আজ রাতের মধ্যে প্রশাসন যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে আমাদের ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সিলেট-জকিগঞ্জ সড়কে ধর্মঘট চলবে। যদি তাতেও কোনো সুরাহা না হয় তবে আগামী পরশুদিন বুধবার পুরো জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হবে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঢাকা পোস্টকে বলেন, গতকাল বাস ভাঙচুরের বিষয়ে শ্রমিকরা একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ব্যাপারটি তদন্তাধীন আছে।