বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্তবর্তী জনগণ ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৯ বিজিবি এই
সভার আয়োজন করে। স্থানীয় জনসাধারণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সভাটি রুপ নেয় জনসভায়। গত বুধবার বিকেলে সোনামসজিদে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর সীমান্তে চোরাচালান রোধে ও জনসাধারণের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয় বলে বিজিবি জানায়।উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় বক্তব্য প্রদান করেন এবং সবাইকে ভারতের আগ্রাসনের ব্যাপারে সচেতন ও সর্তক থাকার আহবান জানানো হয়।
সভায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফকে মোকাবেলা করার জন্য আমি যথেষ্ট। তাই অযথা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গিয়ে ভিড় করবেন না। যখন আপনাদেরকে ডাক দিব তখন আপনারা এগিয়ে আসবেন। ডাক দেয়ার আগ পর্যন্ত আপনারা যাবেন না। আর সীমান্তে যারা খারাপ কাজের সাথে ও চোরাচালানের সাথে জড়িত তাদের নাম ঠিকানা দিয়ে সহযোগিতা করবেন। আমরা তাদের ধরে পুলিশকে দিয়ে শায়েস্তা করব এবং সীমান্ত সুরক্ষিত রাখব।
তিনি আরো বলেন, আমাদের হাতে অস্ত্র আছে। আমাদের ট্রেনিং আছে। আমাদের পিছনে ১৮ কোটি মানুষ আছে তাই মনোবল চাঙ্গা আছে, ১৮ কোটি মানুষ থাকতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
শূন্য রেখায় যখন বিজিবি থাকবে তখন আপনারা আস্থার সাথে সীমান্তে শান্তি রক্ষার স্বার্থে আমাদের ওপর ভরসা রাখুন। থানা অনেক দূরে হলেও ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলা মিলিয়ে এ ব্যাটালিয়নের অধীনে আমাদের ১৯ টি ক্যাম্প আছে। প্রতিটি ক্যাম্প আপনাদের সব ধরনের সহযোগিতা করবে। এ সময় তিনি পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনসহ গ্রামবাসীকে বিজিবির পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজহার আলী, ৫৯ বিজিবি’র সহকারী পরিচালক মো. বেলাল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবি নেতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।