বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশী এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না বলে আলোচনা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরো চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিষয়গুলো হচ্ছেÑ সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, উভয় দেশের মিডিয়া সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়াতে পারবে না এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকতে হবে।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌত।
এসময় বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ স্টাফ অফিসারগণ এবং বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও চৌকা সীমান্তের মাঝামাঝি সীমান্ত পিলার ১৭৭ এলাকায় ভারতীয় সীমান্তবাসীরা ঢুকে আমগাছ কাটাসহ ফসলের ক্ষতি করে। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই বাংলাদেশী আহত হওয়ার খবর পাওয়া যায়। বিকেলে বিজিবি-বিএসএফ কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত আছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।