বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

সীমিত পরিসরে ভার্চ্যুয়ালি চলবে আদালতে বিচারিক কার্যক্রম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৬৭৪ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রধান বিচারপতির আদেশে এ বিষয়ে মঙ্গলবার (১৩ এপ্রিল) বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, করোনা ভাইরাসের বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের ১২ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন অনুসারে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখাসহ সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এমন পরিস্থিতে হাইকোর্ট বিভাগের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার্থে ভার্চ্যুয়ালি সীমিত পরিসরে বিচার কাজ পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ এপ্রিলে হাইকোর্ট বিভাগের জারি করা বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ৫ এপ্রিল হতে এফিডেভিট করা অতীব জরুরি বিষয়ে রিট, দেওয়ানি ও ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্তে প্রধান বিচারপতির গঠন করা বেঞ্চসমূহ ভার্চ্যুয়াল মাধ্যমে শুনানি করবেন। সংশ্লিষ্ট আদালত মামলার তারিখ ও সময় নির্ধারণ করবেন।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার সই করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, করোনা ভাইরাসের বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের ১২ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন অনুসারে সব সরকারি আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখাসহ সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এমন পরিস্থিতে আপিল বিভাগের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার্থে ভার্চ্যুয়ালি সীমিত পরিসরে বিচার কাজ পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ এপ্রিলে আপিল বিভাগের জারি করা বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ভার্চ্যুয়ালি আপিল বিভাগের এক নম্বর কোর্ট প্রতি রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে ১২টা পর‌্যন্ত বিচার কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হবে।

এছাড়া ভার্চ্যুয়ালি প্রতি সোমবার ও বুধবার সকাল ১১টা হতে চেম্বার আদালত অতীব জরুরি বিষয়ে শুনানি গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

করোনার বিস্তার রোধে চলাচলে ৭ দিনের নিষেধাজ্ঞা আরোপের মধ্যে গত ৫ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার‌্যক্রম বন্ধ ছিল। শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে চেম্বার আদালত অতিব জরুরি বিষয়ে শুনানি করা হয়েছিল।

লকডাউনে যেভাবে চলবে নিম্ন আদালত

১৪ থেকে ২১ এপ্রিল পরযন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপের মধ্যে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে অধস্তন আদালতে ভার্চ্যুয়ালি সীমিত পরিসরে বিচারিক কাজ পরিচালনা করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির আদেশে এ বিষয়ে মঙ্গলবার (১৩ এপ্রিল) বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, করোনা ভাইরাসের বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের ১২ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন অনুসারে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর‌্যন্ত বন্ধ রাখাসহ সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এমন পরিস্থিতে দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের স্বাভাবিক কার‌্যক্রম বন্ধ রেখে ভার্চ্যুয়ালি সীমিত পরিসরে বিচার কাজ পরিচালনা করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে ১১ এপ্রিলে হাইকোর্ট বিভাগের জারি করা বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় শুধু জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তগুলো ভার্চ্যুয়ালি নিস্পত্তি করার জন্য প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, শিশু আদালতের বিচারক এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ক্ষেত্রমত তার নিয়ন্ত্রণাধীন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হলো। এ সময়ে আদালত সংশ্লিষ্ট অত্যাবশ্যকীয় কর্মচারীরা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com