গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার (০৮ আগষ্ট) সন্ধ্যায় রহনপুর কলোনী মোড়স্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,সহ -প্রচার সম্পাদক ময়েনদ্দিন, সদস্য গোলাম মূর্তজা,আজিজুর রহমান ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার প্রমূখ।পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারের জন্য মোনাজাত করা হয়।