অনলাইন নিউজ : ভাইরাস প্রতিরোধে অগাস্টের শুরুতে দেশজুড়ে গণ টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজের মতো উৎসাহ নিয়েই দ্বিতীয় ডোজের টিকা নিতে কেন্দ্র ভীড় দেখা গেছে। গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্র টিকা নিতে মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। টিকাদানে গতি আনতে গত ৭ আগস্ট দেশজুড়ে ৬ দিনের গণটিকাদান কার্যক্রম শুরু করে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই সময়ে ৫০ লাখ ৭১ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
গণটিকার দ্বিতীয় ডোজ চলবে ৬ দিন, তবে ঢাকা সিটিতে ৩ দিন। ঢাকায় দ্বিতীয় দফায় এই গণটিকাদান চলবে ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা যারা নিয়েছেন, তারা এই তিনদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকা নিতে পারবেন। প্রথম দফায় রাজধানীর কেন্দ্রগুলোতে দিনে ৩৫০ জনকে টিকা দেয়া হয়েছে। এবারের কর্মসূচি তিন দিনে নামিয়ে আনায় প্রতিদিন টিকা দেওয়া হবে ৭০০ জনকে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরীফ আহমেদ জানান, টিকা কেন্দ্রগুলোতে ঘুরে তিনিও দীর্ঘ লাইন দেখেছেন। গতকাল ৫টায় আমি জানতে পারি যে টিকার দ্বিতীয় ডোজ আগের কেন্দ্রে দেয়া হবে। এরপর সবাইকে নিয়ে এটা দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু এত অল্প সময়ে মানুষ এত সাড়া দেবে সেটা ভাবিনি। সব কেন্দ্রই ভরে গেছে মানুষে।