মোঃ হারুন অর রশিদঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।মৃতদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ২ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।বুধবার সকাল ৮ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসে মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৬০ জনে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সকালে এসব তথ্য জানিয়ে বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও নাটোরের ১ জন রয়েছেন।পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ২৮৬ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১৫৩ জন।