রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২০০ বার পঠিত
সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন
ফাইল ফটো

নিজস্ব সংবাদদাতা : সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

খবরটি নিশ্চিত করেন তার পুত্রবধূ লেখিকা মাসুমা মায়মুর।

তিনি জানান, ৩১ অক্টোবর কাজী আনোয়ার হোসেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। এরপর পাঁচবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন এ লেখক-প্রকাশক।  তার বাবা বিখ্যাত পরিসংখ্যানবিদ, শিক্ষক ও লেখক কাজী মোতাহার হোসেন।

সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে ‘কুয়াশা’ নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিল। বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব ছদ্মনামেও বই লিখেছেন তিনি।

কাজী আনোয়ার হোসেনের স্ত্রী কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন মারা গেছেন ২০১৫ সালে। তিনি এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

কাজী আনোয়ারের অধিকাংশ উপন্যাস ও গল্প বিদেশী কাহিনীর ছায়া অবলম্বনে রচিত। তবে মৌলিক রচনা রয়েছে বেশ কিছু। বিশেষ করে মাসুদ রানা ও কুয়াশা সিরিজের প্রথম দিকের বইগুলো মৌলিক রচনা। এরপর তার নামে অন্য লেখকেরা সিরিজগুলো চালু করেন, তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৬৬ সালে ‘ধ্বংস পাহাড়’ দিয়ে বিখ্যাত মাসুদ রানা সিরিজের আবির্ভাব। গোয়েন্দা চরিত্র মাসুদ রানা বাংলাদেশের কয়েক প্রজন্মের অবসর সঙ্গী। এ সিরিজের পাঁচ শতাধিক বই প্রকাশিত হয়েছে।

পেপারব্যাক বইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কাজী আনোয়ার হোসেন। তার সেবা প্রকাশনী থেকে শিশু থেকে বৃদ্ধ সবার জন্য নানান স্বাদের বই প্রকাশ হয়েছে। তিন গোয়েন্দা, রোমান্টিক, থ্রিলার, অনুবাদ, ওয়েস্টার্ন, ইসলামীসহ নানান সিরিজ প্রকাশ হয়েছে এ প্রকাশনী থেকে। এ ছাড়া কিশোর পত্রিকা ও রহস্য পত্রিকা নামের দুটি মাসিক পত্রিকা সম্পাদনা করেছেন কাজী আনোয়ার হোসেন। মাসুদ রানা ও কুয়াশা সিরিজ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা।

এক সময় গানে নিয়মিত ছিলেন কাজী আনোয়ার হোসেন। পরে লেখালেখি ও প্রকাশনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com