বিডি ঢাকা অনলাইন ডেস্ক: ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২০ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ০৫০০ ঘটিকায় চকপাড়া বিওপির
হাবিলদার মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার
১৮৪ মেইন হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবরী (শান্তিমোড়) নামক স্থানে
অভিযান পরিচালনা করে মোঃ মিজানুর রহমান (২৭), পিতা- তৈয়মুর, গ্রাম-নলডুবরী (শান্তিমোড়),ডাকঘর-
আজমতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ২.৪২০ কেজি হেরোইনসহ আটক করতে সক্ষম
হয়। আটককৃত হেরোইন এর সিজার মূল্য- ৪৮,৪০,০০০/- (আটচল্লিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা ।
আটককৃত হেরোইনসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।