বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা
পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী,
পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য
২২ আগস্ট ২০২২ ইং তারিখ ১২৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর
পৌরসভাধীন ১৩নং ওয়ার্ডের সড়ক বিভাগ অফিসের উত্তর পাশের্^ বট গাছ সংলগ্ন খড়ির হাটের পিছনে
মাদক সেবনরত অবস্থায় আসামী ১।
মোঃ সুজন (২০), পিতা-মৃত মজিবর, মাতা-মোছাঃ তাজকেরা, সাং-
হুজরাপুর (১নং ওয়ার্ড সদর পৌরসভা), ২। সোহেল রানা (২১), পিতা-মোঃ নান্নু হোসেন, মাতা-মোছাঃ মাজেদা
বেগম, সাং-আলী নগর রেল গেইট (৩নং ওয়ার্ড সদর পৌরসভা), ৩। শ্রী স্বপন হরিজন (৪৮), পিতা-স্বর্গীয়
ভকদ, মাতা-স্বর্গীয় টুকটুকি রানী, সাং-রেইল স্টেশন হাড্ডিপট্টি (১নং ওয়ার্ড সদর পৌরসভা), ৪। মোঃ
মুকুল (৬০), পিতা-নেছ মোহাম্মদ, মাতা-রাবেয়া, সাং-গোয়ালবাড়ী, ৫। মোঃ আসলাম মিস্ত্রী (৬৪), পিতা-মৃত
সুদু মিস্ত্রী, মাতা-মৃত আশুরা, সাং-দর্গাপাড়া (১৫ নং ওয়ার্ড সদর পৌরসভা),
৬। মোঃ ফেলু মিয়া (৪৫),
পিতা- বেজু, মাতা-ঝক, সাং-বালুবাগান (১৫ নং ওয়ার্ড সদর পৌরসভা), সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ৭।
শ্রী সেন্টু কুমার (৩৫), পিতা-স্বর্গীয় কালিপদ চৌধুরী, মাতা-স্বর্গীয় গীতারানী চৌধুরী, সাং-চৌডালা, থানা-
গোমস্তাপুর, সর্ব জেলা- চাঁপাইনবাবগঞ্জদের’কে আটক করে।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করতঃ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে
প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে
জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে
তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর
আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে ।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য ঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্
মিডিয়া’কে অনুরোধ করা হলো।