বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আগামী ১৫সেপ্টম্বর অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষার্থীদের আগমন ও আসন নিশ্চিতকরণ, প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ, বোর্ড নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, পরীক্ষার খাতা সর্টিং ও বোর্ডে প্রেরণ সংক্রান্ত যাবতীয় বিষয় আলোচনা করা হয়। এবছর নাচোলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত । নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়,খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, নেজামপুর উচ্চ বিদ্যালয় ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাচোল বিএম ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা ও এসএসসি(ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে মাক্তাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এবছর নাচোল উপলোর ৬ টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১৬৫৫ জন ছাত্র ও ৪০৪ জন ছাত্রীসহ সর্বমোট ২০৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।