বিডি ঢাকা অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণ চালিয়েছিল হানাদার বাহিনী ও তার দোসররা। স্বাধীনতার ৫১ বছর পরও তাদের প্রেতাত্মারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানুষকে নির্যাতনের জন্য ওত পেতে আছে। তাই স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের অবশিষ্ট চিহ্নটুকু শেষ না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে দায়িত্ব পালন করে যেতে হবে।
রোববার (২৩ অক্টোবর) ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি স্বেচ্ছাসেবক লীগ সাভার উপজেলা শাখা’র কাউন্দিয়া ইউনিয়নের ভাগ সাঁতরা ঈদগা মাঠে কর্মীসভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, জাতীয় পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম সজিব, স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আশিস কুমার মজুমদার, উদ্বোধন করেন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ লুৎফর রহমান।
বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বলেন, ‘দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির উত্তরসূরিরা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে। আওয়ামী লীগকে তাই সর্বদা সতর্ক ও বিপদে জনগণের পাশে থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংকটে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে। আমি নিজেও কোনও দিন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিপক্ষে যাইনি, দুর্যোগ এলে আওয়ামী লীগের কর্মীদের বুকে নিয়ে আবারও সেই দুর্যোগ প্রতিরোধ করবো।
এসময় কাউন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় ও কাউন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন সহ – সভাপতি রঞ্জিত সাহা, কাউন্দিয়া ইউনিয়ন
আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজ মাষ্টার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মেশের আলী, হযরত শাহ্ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আওয়ামী লীগ নেতা মাজহারুল কবীর মিধাত, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রফ খান সজীব, শাহ্ আলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কাজী আতাউল হক সৈকত, যুগ্ম সাধারণ রাহাত খান, মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।