বিডি ঢাকা অনলাইন ডেস্ক
কিশোরদের সচেতন করতে মাঠে নেমেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগ। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের মিরের খৈলান এলাকায় মতবিনিময় সভা করা হয়েছে।
আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
সভায় আরো বক্তব্য দেন- জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রবিউল ইসলাম রবু, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন মতবিনিময় সভা সঞ্চালনা করেন। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম আলি, ১১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোসারফ হোসেন দুলুসহ অন্যরা।
বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের নজরে রাখবেন, তারা কখন কোথায় যায়, কি করে তার খোঁজ রাখবেন। কারো সন্তান যেন কিশোর গ্যাংয়ের সঙ্গে জাড়িয়ে না পড়ে, সে দিকে নজর রাখবেন।
কিশোরদের উদ্দেশ্যে তারা বলেন- তোমরা মাস্তানি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াবে না, মাদক থেকে দূরে থাকবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে নিজের, পরিবারের এবং দেশের কাজে আত্ম নয়োগ করবে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার জন্য দোয়া করা হয়।