বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ‘চলবে গাড়ি পড়ব বই-আমরা সবাই জ্ঞানী হই’- এই স্লোগানকে সামনে রেখে জননী চলন্ত যানবাহন পাঠাগার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জেলাশহরের ঢাকা বাসস্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে এই পাঠাগারের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান।
মহানন্দা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আফসার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক রোকন-উজ্জামানসহ অন্যরা।
গ্রামীণ ট্রাভেলসের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে জননী গ্রন্থাগার ও রাজশাহীর সাংস্কৃতিক সংস্থা কয়েরদাঁড়া।